ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৫, মে ১২, ২০১৯
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই শিশু নিহত পাহাড় ধস

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো— ৮নং ব্লকের বাসিন্দা ছৈয়দ আমিনের ছেলে রোহান (৫) ও আব্দুর শুক্কুরের ছেলে সোহেল (৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে রোহান, সোহেল ও সফুর আলম বাড়ির পাশে পাহাড়ের নিচে খেলা করছিলো। এ সময় হঠাৎ পাহাড় ধসে পড়লে ওই তিন শিশু মাটি চাপা পড়ে। এ সময় সফুর আলমকে দ্রুত মাটি সরিয়ে উদ্ধার করা গেলেও অন্য দুই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার এমদাদুল হক বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত  ঘটনাস্থলে যায়। কিন্তু তারা পৌঁছার আগেই রোহিঙ্গা ২ শিশুকে মৃত ও ১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।  

থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, মে ১১, ২০১৯
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।