ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কক্সবাজারে অগ্নিকাণ্ডে শিশুসহ ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৪, মে ১২, ২০১৯
কক্সবাজারে অগ্নিকাণ্ডে শিশুসহ ২ জনের মৃত্যু প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজার শহরের লাইট হাউস পাড়ায় পাহাড়ের উপর অগ্নিকাণ্ডে  একটি বসতঘর পুড়ে গেছে। এ সময় ঘরের ভেতরে থাকা এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ মে) রাত ৯টার দিকে ছেনুয়ারা বেগমের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা টনা ঘটে। শত্রুতাবশত কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।

নিহত দুজন হলো— মো. আতিক (৪০)  ও সানজিদা (৭)।

কক্সবাজার ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস বাংলানিউজকে জানান, পাহাড়ের উপর ছোট্ট একটি ঘরে সন্তানদের নিয়ে বসবাস করতেন ছেনুয়ারা বেগম। ওই ঘরটিতে কে বা কারা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা সানজিদা ও আতিক মারা যায়।

তিনি জানান, ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসায় আশপাশে ছড়াতে পারেনি। তবে অগ্নিদগ্ধদের বাঁচানো যায়নি।  ভুক্তভোগীদের অভিযোগ, ছেনুয়ারার আগের স্বামী এ ঘটনা ঘটাতে পারে।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, মে ১১, ২০১৯
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।