ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৮, মে ১২, ২০১৯
সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রানা মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ মে) রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রানা মিয়া ওই গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে।

শ্রীপুর ইউনিয়ন পরিষদ ( ইউপি) সদস্য সাজু মিয়া জানান, ইফতার শেষে মেশিন দিয়ে ধান মাড়াইয়ের জন্য মোটরের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিতে যান রানা মিয়া। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছেন।

বাংণাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, মে ১১, ২০১৯
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।