শনিবার (১১ মে) বিকেলে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত সাদমীন এ অর্থদণ্ড দেন।
এ সময় উপস্থিত ছিলেন- ভৈরব পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক নাসিমা বেগমসহ পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত সাদমীন বাংলানিউজকে জানান, মেয়াদোত্তীর্ণ ও খাবার অযোগ্য পচা খেজুর বিক্রির দায়ে খেজুর ব্যবসায়ী বাচ্চু মিয়া, আক্তার হোসেন, সবুজ মিয়া এবং কাউসার মিয়ার প্রত্যেককে আড়াই হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও পচা ও খাবার অযোগ্য হালিম বিক্রির দায়ে স্থানীয় ফুলকলি সুইটমিট ও রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ও বাসি দই বিক্রির দায়ে সর্দার সুইটমিটকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত হালিম ও বাসি দই রাস্তায় ফেলে নষ্ট করা হয়। পবিত্র রমজানে রোজাদারদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত সাদমীন।
বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, মে ১১, ২০১৯
এমজেএফ