গুড়ের দোকানে অভিযানে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাংলানিউজ
বরিশাল: বরিশাল নগরের কলাপট্টি ও হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে ৩টি দোকানকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য মজুদের জন্য তাদের এ জরিমানা করা হয়। শনিবার (১১ মে) বিকেলে চালানো ওই অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।
অভিযানে বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক এবং র্যাব-৮ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মে ১১, ২০১৯
এমএস/এমএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।