ঢাকা: প্যাসিফিক এশিয়া ট্র্যাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) গভর্নমেন্ট ও ডেস্টিনেশন কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ড. ভুবন চন্দ্র বিশ্বাস।
শনিবার (১১ মে) ফিলিপাইনের সেব্যুতে সংগঠনটির বার্ষিক সম্মেলনে তিনি এ পদে নির্বাচিত হন।
পাটার ৬৮ বছরের ইতিহাসে ড. বিশ্বাস প্রথম কোনো বাংলাদেশি, যিনি এ পদে নির্বাচিত হলেন।
পাটা বিশ্বব্যাপী পর্যটন প্রসারে মূলত কাজ করে থাকে। বিশ্বের ৯৫টি রাষ্ট্র, নগর সরকার ও ট্যুরিজম বোর্ড পাটার সদস্য।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১১, ২০১৯
টিএম/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।