শনিবার (১১ মে) ভোর সাড়ে বরিশাল নগরের কাউনিয়া থানা থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ পালিয়ে যায়। পলাশ নগরের ৫নং ওয়ার্ডের পলাশপুর এলাকাধীন মোহাম্মদপুরের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় পলাশের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। তবে তার বিরুদ্ধে নগরের কোতয়ালি মডেল ও কাউনিয়া থানায় আরও ১৩টি মামলা রয়েছে।
বরিশাল নগরের কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কবির বাংলানিউজকে জানান, শুক্রবার (১০ মে) রাত ৩টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় নগরের কালাখার বাড়ি এলাকা থেকে পলাশকে একটি রামদাসহ গ্রেফতার করে। ওই এলাকা কাউনিয়া থানার অধীনে হওয়ায় রাতেই অস্ত্রসহ পলাশকে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে কোতোয়ালি থানার পুলিশ। পরে পুলিশ পলাশকে কাউনিয়া থানা হাজতে প্রবেশ করার আগেই হ্যান্ডকাপ পড়া অবস্থায় দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর কাউনিয়া ও কোতোয়ালি মডেল থানার পুলিশ পুনরায় যৌথ অভিযান পরিচালনা করে প্রায় তিন ঘণ্টা পর পলাশকে হ্যান্ডকাপসহ গ্রেফতার করে বলেও জানান পরিদর্শক (তদন্ত) গোলাম কবির।
যদিও এ ঘটনা প্রথম দিকে চাপিয়ে রাখার চেষ্টা করে ছিল পুলিশ।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মে ১১, ২০১৯
এমএস/আরআইএস/