শনিবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হিলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল একই এলাকার শহীদ উল্লাহর ছেলে।
আটকরা হলেন- বড়কাপন এলাকার আনোয়ার হোসেন (৩০) তুহিন আহমদ (২৮) ও সোহেল মিয়া (৩২)।
পুলিশ জানায়, আধিপত্য নিয়ে পৌরসভাধীন বড়কাপন এলাকার বাসিন্দা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি ও ছাত্রলীগ পরিচয়দানকারী বাবুল আহমেদের গ্রুপের সঙ্গে রুবেল ও তার গ্রুপের এলাকায় দ্বন্দ্ব ছিলো। সন্ধ্যায় বাবুল গ্রুপের লোকজন রুবেল গ্রুপের ওপর হামলা চালায়। এক পর্যায়ে বাবুল গ্রুপের ছেলেদের ধারালো অস্ত্রের আঘাতে রুবেল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে শহরের বড়কাপন এলাকায় রুবেল গ্রুপের সদস্যরা রাস্তা অবরোধ করে কয়েকটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিন যুবককে আটক করা হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মে ১১, ২০১৯
এনটি