ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৪, মে ১১, ২০১৯
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১১ মে) বিকাল ৫টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতর ব্যক্তির নাম-ঠিকানা জানতে পারেনি পুলিশ।

যাত্রাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে বলেন, শনির আখড়া এলাকায় ওই ব্যক্তি মোটরসাইকেল ছিলেন। এসময় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওই ব্যক্তি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

বিস্তারিত নাম-ঠিকানা জানা চেষ্টা চলছে। ঘটনার পরপরই বিআরটিসির ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ১১, ২০১৯
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।