ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিবচরে তাঁত পল্লীতে ২০ হাজার গাছ অপসারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৫, মে ১১, ২০১৯
শিবচরে তাঁত পল্লীতে ২০ হাজার গাছ অপসারণ

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা তাঁত পল্লীর জমি থেকে অন্তত ২০ হাজার অবৈধ গাছের চারা অপসারণ করেছে প্রশাসন।

শনিবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব গাছের চারা অপসারণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল নোমান বাংলানিউজকে বলেন, শেখ হাসিনা তাঁত পল্লীর শিবচর অংশে সব ঘরবাড়ি উচ্ছেদ শেষে আজ থেকে গাছের চারা অপসারণ করা শুরু হয়েছে।

এ পর্যন্ত ২০ হাজার গাছ অপসারণ করা হয়েছে। আরও ২/৩ দিন সময় লাগবে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ১১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।