ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজবাড়ীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৯, মে ১১, ২০১৯
রাজবাড়ীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার মুকুন্দিয়ায় মিন্টু মীর (২৮) নামে এক ধর্ষণ মামালার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ মে) রাত দেড়টার দিকে জেলা সদরের মুকুন্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মিন্টু মুকুন্দিয়া গ্রামের রওশন মীরের ছেলে।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এনছের আলী বাংলানিউজকে জানান, এ মামলার আরেক আসামি মিন্টুর ভাবী বিউটি বেগমকে (৪০) গ্রেফতারে অভিযান চলছে। বিউটি বেগম ওই গ্রামের শাজাহান মীরের স্ত্রী।

রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামে এক প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠে মিন্টু মীরের বিরুদ্ধে। বর্তমানে নির্যাতনের শিকার প্রতিবন্ধী তরুণী ৮ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় গত ৮ মে বুধবার প্রতিবন্ধী ওই তরুণীর বোন বাদী হয়ে মুকুন্দিয়া গ্রামের রওশন মীরের ছেলে মিন্টু মীর ও তার চাচাতো ভাই শাজাহান মীরের স্ত্রী বিউটি বেগমকে (৪০) আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মে ১১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।