শনিবার (১১ মে) বিকেলে উপজেলার ‘এএফএইচ ব্রিকসে’ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পলাশী ইউনিয়নের ধানের গ্রাম দেওডোবায় স্থানীয় ফারুক মিয়া, আশরাফুল ও হাফিজুর রহমান ‘এএফএইচ ব্রিকস’ নামে একটি ইটভাটা গড়ে তোলেন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি তুলে ধরে গত ৯ মে (বৃহস্পতিবার) বাংলানিউজে ‘ইটভাটার আগুনে পুড়ছে কৃষকের স্বপ্ন’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনের মাধ্যমে কৃষকদের দাবি জানতে পেয়ে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাতে নির্দেশ দেন লালমনিরহাট জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জহুরুল ইসলাম। সেই নির্দেশনা অনুযায়ী আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান পুলিশ নিয়ে অভিযান চালান।
এসময় ইটভাটার বৈধ কাগজপত্র ও আগুন দেওয়ার অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হলে মালিক আশরাফুল ইসলামকে আটক করা হয়। এরপর ভাটা ওই মালিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে ভাটার আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন। কৃষকদের ক্ষতিপূরণ না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কয়েক ঘণ্ট থানায় কারাবাসের পর জরিমানার এক লাখ টাকা জমা দিয়ে বিকেলে মুক্তি নিয়ে চলে যান ভাটার মালিক আশরাফুল ইসলাম।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ১১, ২০১৯
জিপি