ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পলাশবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, মে ১১, ২০১৯
পলাশবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে শাহপরান (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ মে) দুপুরে ইউনিয়নের পূর্ব গোপিনাথপুরে (মালিয়ানদহ গ্রামে) এ ঘটনা ঘটে। শাহপরান একই গ্রামের ওসমান খন্দকারের ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল শাহপরান। খেলার একপর্যায়ে পুকুরে পড়ে পানিতে ডুবে যায় সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার (এমও) ফারুকুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।