ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুলিয়ারচরে ওয়ার্কশপে বিস্ফোরণ, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, মে ১১, ২০১৯
কুলিয়ারচরে ওয়ার্কশপে বিস্ফোরণ, আহত ৫

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় একটি ওয়ার্কশপে গাড়িতে ঝালাইয়ের কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। 

শনিবার (১১ মে) সকাল ১০টার দিকে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে দু'জনের নাম জানা গেছে।

তারা হলেন- শফিক ও তানভীর। অন্য তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডে একটি ওয়ার্কশপে গাড়িতে ঝালাইয়ের কাজ করার সময় সেটির পেছনের অংশে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  
 
বাংলাদেশ সময় : ১৬৩৩ ঘণ্টা, ১১ মে, ২০১৯
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।