শনিবার (১১ মে) সকাল ১০টার দিকে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দু'জনের নাম জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডে একটি ওয়ার্কশপে গাড়িতে ঝালাইয়ের কাজ করার সময় সেটির পেছনের অংশে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময় : ১৬৩৩ ঘণ্টা, ১১ মে, ২০১৯
আরএ