ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, মে ১১, ২০১৯
নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার পারবিষ্ণুপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে বনি মোল্যা (২৮) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (১১ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বনি ওই গ্রামের হাশিম মোল্যার ছেলে।

তিনি পেশায় কৃষি কাজ করতেন।

নিহতের পরিবারের অভিযোগ, বনি মিহির মোল্যা গ্রুপের সমর্থক ছিলেন। গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে শনিবার সকাল ৮টার দিকে পারবিষ্ণুপুর গ্রামের হারুন গ্রুপের লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত বাংলানিউজকে করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মে ১১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।