ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কামরুল হত্যা: প্রধান আসামি এনামুলের স্বীকারোক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, মে ১১, ২০১৯
কামরুল হত্যা: প্রধান আসামি এনামুলের স্বীকারোক্তি

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার খালিশপুরে কামরুল ইসলাম (৩০) হত্যা মামলার প্রধান আসামি এনামুল হককে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ৯ মে বাগমারা থানা পুলিশের একটি দল তাকে সিরাজগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে। 

শনিবার (১১ মে) দুপুরে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম এনামুলকে গ্রেফতার ও স্বীকারোক্তির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

এর আগে শুক্রবার (১০ মে) এনামুলকে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ আদালতে হাজির করা হয়।

আদালতে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে ধারালো অস্ত্র দিয়ে কামরুলকে হত্যার কথা আদালতকে জানিয়েছেন তিনি।  

গত ১৭ এপ্রিল রাজশাহীর বাগমারার খালিশপুর এলাকার অধিবাসী চয়েন মণ্ডলের ছেলে কামরুল ইসলামের মরদেহ পার্শ্ববর্তী একটি বিল থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চয়েন মণ্ডল বাগমারা থানায় হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বিভিন্ন সময়ে এ মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করে। সর্বশেষ এনামুল হককে গ্রেফতার করা হয়। এনামুল বাগমারার মুরারিপাড়া এলাকার রহিদুল ইসলামের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ১১, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।