শনিবার (১১ মে) দুপুরে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম এনামুলকে গ্রেফতার ও স্বীকারোক্তির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১০ মে) এনামুলকে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ আদালতে হাজির করা হয়।
গত ১৭ এপ্রিল রাজশাহীর বাগমারার খালিশপুর এলাকার অধিবাসী চয়েন মণ্ডলের ছেলে কামরুল ইসলামের মরদেহ পার্শ্ববর্তী একটি বিল থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চয়েন মণ্ডল বাগমারা থানায় হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বিভিন্ন সময়ে এ মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করে। সর্বশেষ এনামুল হককে গ্রেফতার করা হয়। এনামুল বাগমারার মুরারিপাড়া এলাকার রহিদুল ইসলামের ছেলে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ১১, ২০১৯
এসএস/আরবি/