ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙে ৪ ইউনিয়নের যান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, মে ১১, ২০১৯
টাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙে ৪ ইউনিয়নের যান চলাচল বন্ধ

টাঙ্গাইল: টাঙ্গাইল-চারাবাড়ি সড়কের সন্তোষে বেইলি ব্রিজ ভেঙে শহরে সঙ্গে পশ্চিম অঞ্চলের চারটি ইউনিয়নের সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

শনিবার (১১ মে) ভোরে একটি বালুভর্তি ট্রাক সেতু অতিক্রম করার সময় এটি ভেঙে যায়। তবে ট্রাকটি দ্রুত ব্রিজ পার হয়ে সড়কে উঠে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আরিফ ফয়সাল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বেইলি ব্রিজটি ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালুভর্তি ট্রাকটি জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, সেতুটি ভেঙে যাওয়ায় সদর উপজেলার পশ্চিমাঞ্চলের পোড়াবাড়ি, হুগড়া, কাতুলী ও মাহমুদনগরসহ চরাঞ্চলের বেশ কয়েকটি এলাকার সঙ্গে টাঙ্গাইল শহরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছোট যানবাহনগুলো পাশের এলাকা দিয়ে শহরে আসতে পারলেও বড় যানবাহনগুলো ৪-৫ কিলোমিটার রাস্তা ঘুরে শহরে প্রবেশ করছে। তাই দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের দাবি জানান তারা।

সন্তোষ বাজারের ব্যবসায়ী আবু সামা অভিযোগ করে বলেন, ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ভেঙে পড়েছে বলে ধারণা করা হলেও দীর্ঘদিন ধরে সেটি ঝুঁকিপূর্ণ ছিল।  

পোড়াবাড়ী ইউনিয়নের বাসিন্দা রুবেল মিয়া বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় চারটি ইউনিয়নের মানুষের অনেক পথ ঘুরে শহরে যেতে হচ্ছে। এ দুর্ভোগ লাঘবে দ্রুত বিকল্প রাস্তা তৈরি করার দাবি জানান তিনি।

এ ব্যাপারে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী গোলাম আজম বাংলানিউজকে বলেন, ভেঙে যাওয়া সেতুটির পাশ দিয়ে বিকল্প পথ তৈরি করে যানবাহনের চলাচলের ব্যবস্থা করা হবে।  

তাছাড়া দ্রুত সময়ের মধ্যে সেতুটি নতুন করে তৈরি করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান নির্বাহী এ প্রকৌশলী।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ১১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।