শনিবার (১১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পাঁচ দফা দাবির কথা তুলে ধরেন সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম।
দাবিগুলো হলো- টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া ও নতুন পদ সৃষ্টি করা, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রতিবেদনের আলোকে ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন করা, স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ সংশোধন ও মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নতিকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং মেডিকেল টেকনোলজি কোর্স পূর্বের ন্যায় চার বছরে বহাল রাখা।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশনের সদস্য শেখ সাদী, রিপন সরকার পল্লব, শফিক উদ্দিন, আব্দুল জলিল, সেলিম রেয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ১১, ২০১৯
জিসিজি/এসএ