ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধর্ষণ-হত্যা-নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, মে ১১, ২০১৯
ধর্ষণ-হত্যা-নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণের পর হত্যা ও বিভিন্ন স্থানে নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজনে শনিবার (১১ মে) জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন চত্বরে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচির পালন করা হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, সংগঠনের সহ-সভাপতি আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, সংগঠনের সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান রবিন, অ্যাডভোকেট আবু সালেহ আমান, ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, ওবায়দুল্লাহ রিয়াদ, রতন বর্মণ প্রমুখ।

 

তানিয়াকে গণধর্ষণের পর চলন্ত বাস থেকে ফেলে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার করে জড়িতদের ফাঁসি দিতে হবে।  

এছাড়া দেশব্যাপী শিশু ও নারী নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ১১ মে, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।