ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, মে ১১, ২০১৯
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

টাঙ্গাইল: দক্ষিণ আফ্রিকায় জয়নাল আবেদীন (৩০) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ মে) স্থানীয় সময় রাত ১টার দিকে নিউক্যাসলে শহরে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১০ মে) রাতে পরিবারের পক্ষ থেকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করা হয়। নিহত জয়নাল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেরকী গ্রামের রুস্তম আলীর ছেলে।



নিহতের মামা দুদু মল্লিক বাংলানিউজকে জানান, এইচএসসি পাস করে জয়নাল ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় চলে যান। তিনি নিউক্যাসলে শহরে নিজের একটি মুদি দোকান চালাতেন। বুধবার রাতে কাজ শেষে ঘুমিয়ে পড়লে স্থানীয় সময় রাত ১টার দিকে তাকে কেউ ডাকাডাকি করে। এসময় ঘুম থেকে উঠে দরজা খুলতেই দুর্বৃত্তরা তার কপালের বাম পাশে গুলি করে পালিয়ে যায়। গুলিটি মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জয়নালের মৃত্যু হয়।

সেখানে থাকা প্রতিবেশী এক বাঙালি যুবক পরদিন বৃহস্পতিবার (৯ মে) নিহত জয়নালের বাড়িতে ফোন করে স্বজনদের তার মৃত্যুর বিষয়টি জানায়।

চার ভাই এক বোনের মধ্যে জয়নাল আবেদীন ছিল দ্বিতীয়। আগামী ঈদে বাড়িতে আসার কথা জানিয়েছিলের তিনি। কিন্তু ওই দিন রাতেই তাকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে বলেও জানান নিহতের মামা দুদু মল্লিক।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মে ১১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।