ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে একবছরে ২৭ হাজার মামলা নিষ্পত্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩১, এপ্রিল ২৮, ২০১৯
হবিগঞ্জে একবছরে ২৭ হাজার মামলা নিষ্পত্তি জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা অনুষ্ঠান

হবিগঞ্জ: একবছরে হবিগঞ্জ জেলায় দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে ২৬ হাজার ৯৯৫ নিষ্পত্তি হয়েছে। ২০১৮ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মোট ৭৪ হাজার ৫০৩টি মামলা বিচারাধীন ছিল। বর্তমানে আরও ৪৮ হাজার ৬৬টি মামলা বিচার কাজ চলছে।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রোববার (২৮ এপ্রিল) বেলা ১২টায় হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানানো  হয়।

এর আগে দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।



সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বদরু মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, প্রেসক্লাব সভাপতি হারনুর রশীদ চৌধুরী ও জেলা লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ আলী আক্কাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ