ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২৬৮ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়ার পর তথ্য (সাধারণ) ক্যাডারে চরম হতাশা ও অসন্তোষ বিরাজ করছে। বেশ কয়েকজন সিনিয়র মেধাবী কর্মকর্তাকে ডিঙ্গিয়ে জুনিয়রদের পদোন্নতি দেওয়ায় এই ক্ষোভ তৈরি হয়েছে।
তথ্য (সাধারণ) ক্যাডারের আবেদনকৃত ২৪তম বিসিএস-এর তিনজন এবং ২৭তম বিসিএসের এক জনসহ মোট চারজন মেধাবী সিনিয়রকে ডিঙ্গিয়ে পঞ্চম ও ষষ্ঠ জনকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সূত্র জানায়, উপসচিব পদে পদোন্নতি বিবেচনার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে যে তালিকা পাঠানো হয়েছিল, তার মধ্যে প্রথম চারজন মেধাবী কর্মকর্তাকে ডিঙ্গিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির বিবেচনার জন্য তালিকায় সিনিয়রিটির ভিত্তিতে প্রথম ছিলেন তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার কামরুজ্জামান ভূঁইয়া (জ্যেষ্ঠতা নম্বর ৩০), দ্বিতীয় ছিলেন মুহা. শিপলু জামান (জ্যেষ্ঠতা নম্বর ৩৪), তৃতীয় ছিলেন হাছিনা আক্তার (জ্যেষ্ঠতা নম্বর ৩৯), চতুর্থ ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন (জ্যেষ্ঠতা নম্বর ৫৭)।
তবে চারজন সিনিয়র কর্মকর্তা পদোন্নতি না পেলেও জ্যেষ্ঠতা নম্বর ৫৯ ও ৬১ নম্বরের দুজন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন, যারা দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা ছিলেন। এ নিয়ে তথ্য ক্যাডারে চরম হতাশা বিরাজ করছে এবং পদোন্নতি বঞ্চিতরা পারিবারিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উল্লেখ্য, ২৪তম বিসিএসের একই সম্মিলিত মেধা তালিকায় প্রশাসন ক্যাডারে কিছু দিন আগে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিসিএস প্রশাসনসহ বিভিন্ন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৮ আগস্ট) এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ২৬২ জন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে এবং আটজন দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে প্রথম সচিব হিসেবে কর্মরত আছেন।
টিআর/এমআইএইচ/এসআইএস