ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নগদ এজেন্ট অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, আগস্ট ২৯, ২০২৫
নগদ এজেন্ট অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১ গ্রেপ্তার মাসুদ রানা হৃদয়

ঢাকা: মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের হোতা মাসুদ রানা হৃদয়কে (২৮) গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।  

শুক্রবার (৩০ আগস্ট) গ্রেপ্তারের পর আসামিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং-এর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএমপির খিলগাঁও থানাধীন জোড়ভিটা সাকিনস্থ ত্রিমোহনী এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদ রানা হৃদয় কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ফতেহাবাদ গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের নময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

এটিইউ সূত্রে জানা যায়, প্রতারণার শিকার ব্যক্তি মো. বাহাউদ্দিন, যিনি তেজগাঁও স্টেশন রোড এলাকায় বিকাশ/নগদ এজেন্ট ব্যবসা পরিচালনা করেন, চলতি বছরের ২১  থেকে ২৩ মার্চ পর্যন্ত একজন অজ্ঞাতনামা ব্যক্তি একাধিকবার তার দোকান থেকে মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে লেনদেন করেন।
২৩ মার্চ রাতে সর্বশেষ লেনদেনের সময়, ওই অজ্ঞাত প্রতারক ভিকটিমের অগোচরে তার নগদ এজেন্ট নম্বরে একটি ওটিপি পাঠান এবং অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নিয়ে নেন। ভিকটিম কিছু বুঝে ওঠার আগেই অল্প সময়ের মধ্যে প্রতারকচক্র তার নগদ অ্যাকাউন্ট থেকে মোট ২ লাখ ৬৭ হাজার ৫০০ (দুই লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত) টাকা বিভিন্ন নম্বরে স্থানান্তর করে দেয়।

পরবর্তীতে, বিষয়টি বুঝতে পেরে ভিকটিম মো. বাহাউদ্দিন এটিইউতে অভিযোগ দায়ের করেন। একই ঘটনার জেরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করা হয়। প্রাপ্ত অভিযোগ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার অধিযাচন পত্রের ভিত্তিতে এটিইউর একটি দল গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং অভিযান পরিচালনা করে হোতা মাসুদ রানা হৃদয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এজেডএস/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ