ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মিরপুরে অগ্নিকাণ্ডে নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, অক্টোবর ১৪, ২০২৫
মিরপুরে অগ্নিকাণ্ডে নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড নিখোঁজদের খোঁজে স্বজনরা। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও ‘কসমিক ফার্মা’ নামের কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ পর্যন্ত নয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

তবে এখনও অনেকের খোঁজ মেলেনি। নিখোঁজদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে অগ্নিকাণ্ডকবলিত এলাকা ও আশপাশের সড়ক।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে, পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়। বিকেল সোয়া ৫টা পর্যন্ত ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করছেন। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা উৎসুক জনতা নিয়ন্ত্রণে কাজ করছেন। পাশে থাকা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ পোশাক কারখানার ভেতরে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিক গোডাউনে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, ‘কেমিক্যালের উপস্থিতির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। পরিস্থিতি এখনো জটিল। ’

এদিকে নিখোঁজদের স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। মো. শফিকুল ইসলাম তার ভাগনি মাহিরাকে (১৪) খুঁজছেন।  

তিনি বলেন, আমার ভাগনি গার্মেন্টসের তিন তলায় কাজ করত। আগুন লাগার পর থেকে তাকে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আশপাশের হাসপাতালে গিয়েছি, ফায়ার সার্ভিসে খোঁজ নিয়েছি—তারা শুধু ধৈর্য ধরতে বলেছে।

আরেক স্বজন লাইজু বেগম জানান, তার বোন নারগিস আক্তার সকালে কাজে গিয়েছিলেন, এরপর থেকে আর কোনো খোঁজ নেই। সকাল ১১টার দিকে খবর পাই আগুন লেগেছে। সেখানকার একজনের সঙ্গে ফোনে কথা বলে জানতে পারি, কেউ বের হতে পারেনি। তারপর থেকে আর কোনো খবর পাইনি।

এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ