ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

এখনো নিয়ন্ত্রণে আসেনি মিরপুরের আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, অক্টোবর ১৪, ২০২৫
এখনো নিয়ন্ত্রণে আসেনি মিরপুরের আগুন

ঢাকা: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

তারা বলছেন, গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণ হলেও কেমিক্যাল গোডাউনের আগুন এখনো নিয়ন্ত্রণের ঘোষণা আসেনি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব কথা বলেন।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে অন্য ইউনিটগুলি সেখানে যোগ দেয়।

তালহা বিন জসিম বলেন, কসমিক ফার্মা কোম্পানির কেমিক্যালের গোডাউন ও আরেকটি গার্মেন্টসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস থেকে আট ইউনিট কাজ করে গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ফায়ার সদস্যরা। কিন্তু আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কমই।

আগুনের সূত্রপাত প্রসঙ্গে এই ফায়ার কর্মকর্তা বলেন, ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই প্রতিষ্ঠানে একসঙ্গে আগুন দেখেছেন। কেমিক্যাল গোডাউনে নাকি গার্মেন্টস থেকে আগুনের সূত্রপাত এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অসুস্থ দুজন বার্ন ইনস্টিটিউটে
আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসা হয়েছে। এরা হলেন সুরুজ (৩০) ও মামুন (৩৫)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সুরুজের শরীরের ২ শতাংশ পুড়ে গেছে। এছাড়া দুজনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। তবে তাদের পর্যবেক্ষণের পরে ছেড়ে দেওয়া হতে পারে।

এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।