ঢাকা: গুমের শিকার হওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে গঠিত অন্তর্বর্তী সরকারের গুম কমিশন এখন পর্যন্ত এক হাজার ৮০০-এর বেশি অভিযোগ পেয়েছে। এসব অভিযোগের মধ্যে কম-বেশি ৩০০ জন ভুক্তভোগী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইতোমধ্যে স্পষ্ট হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর বাংলা একাডেমিতে গুম দিবস উপলক্ষে ‘রিপ্রেশন টু রেভলুশন’ শীর্ষক এক আলোচনা সভায় এই তথ্য জানান গুম কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান।
নূর খান বলেন, আমাদের ইনভেস্টিগেশন (তদন্ত) কমিশন নয়। ফলে এই প্রশ্নটি করার সুযোগ নেই যে আমরা রিমান্ডে আনতে পারি কিনা, আমরা গ্রেপ্তার করতে পারি কিনা। আমরা শুধু তথ্য অনুসন্ধানের কাজ করছি।
তিনি জানান, ভুক্তভোগী, সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে কমিশন কাজ করছে।
তিনি বলেন, যারা এই গুমের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন, তাদের অনেকেই এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এমন পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া কঠিন।
নূর খান আরও জানান, ৩০০ জন ভুক্তভোগীকে কারা ধরে নিয়ে গিয়েছিল, সে বিষয়ে কিছু তথ্য কমিশনের কাছে স্পষ্ট হয়েছে। তবে গুমের শিকার ব্যক্তিদের ধরার পর কোথায় রাখা হয়েছিল এবং তারপর কারা তাদের নিয়ে গিয়েছিল, সে বিষয়ে কিছু ফাঁক রয়ে গেছে।
তিনি বলেন, আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে কমিশন তাদের কাজের একটি অংশের পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পারবে।
তবে এক হাজার ৮০০ অভিযোগের পূর্ণাঙ্গ প্রতিবেদন একবারে দেওয়া সম্ভব হবে না বলেও জানান নূর খান।
ইএসএস/এসআইএস