রোববার (২৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ সদস্যরা।
বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, গোপন সংবাদে ওই কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ২৪ মণ নষ্ট মিষ্টি ও ১৫ মণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কোল্ড স্টোরেজের ম্যানেজার মো. আনিসুর রহমানের বরাত দিয়ে তিনি আরও জানান, মিষ্টিগুলো কিশোরগঞ্জের প্রসিদ্ধ মিষ্টির দোকান মদন গোপাল মিষ্টান্ন ভাণ্ডার ও খেজুরগুলো ভৈরবের কয়েকজন ব্যবসায়ী মজুদ করেছেন।
অভিযানে জব্দ করা মিষ্টি ও খেজুর স্পটে ধ্বংস করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসআরএস