রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজাপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। এতে রাজাপুর উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহ আলম নান্নু, উপজেলা আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং তালুকদার, রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব রুবেল ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মো. জালাল আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা রাজাপুর উপজেলাকে পৌরসভায় রূপান্তর, বাদুরতলা স্কুল, বাজার ও লঞ্চঘাট ভাঙন রোধ করে আধুনিক লঞ্চঘাট নিমার্ণসহ প্রতিদিন ঢাকাগামী লঞ্চ চালু করা এবং উপজেলা সদরে আধুনিক পার্কের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এমএস/আরআইএস/