ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিষখালি নদী ভাঙন রোধসহ স্কুল রক্ষার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, এপ্রিল ২৮, ২০১৯
বিষখালি নদী ভাঙন রোধসহ স্কুল রক্ষার দাবিতে মানববন্ধন মানববন্ধনে রাজাপুর উপজেলার বাসিন্দারা। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালি নদী ভাঙনের হাতে থেকে মঠবাড়ি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় (বাদুরতলা স্কুল) রক্ষা ও রাজাপুর উপজেলাকে পৌরসভায় রূপান্তর এবং আধুনিক পার্কের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজাপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। এতে রাজাপুর উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহ আলম নান্নু, উপজেলা আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং তালুকদার, রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব রুবেল ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মো. জালাল আহমেদ প্রমুখ।  

মানববন্ধনে বক্তারা রাজাপুর উপজেলাকে পৌরসভায় রূপান্তর, বাদুরতলা স্কুল, বাজার ও লঞ্চঘাট ভাঙন রোধ করে আধুনিক লঞ্চঘাট নিমার্ণসহ প্রতিদিন ঢাকাগামী লঞ্চ চালু করা এবং উপজেলা সদরে আধুনিক পার্কের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ