শনিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। সাব্বির একই এলাকার সাইদুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, স্মার্টকার্ড সংগ্রহের জন্য মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী একটি স্কুলে যাচ্ছিলেন সাব্বির। পথে আউশগাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মেসি ট্রাক্টর তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এসআরএস