ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পুলিশের তাড়া খেয়ে জুয়াড়ির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, এপ্রিল ২৭, ২০১৯
পুলিশের তাড়া খেয়ে জুয়াড়ির মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) তাড়া খেয়ে আইয়ুব আলী (৫৫) নামে এক জুয়াড়ির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

শনিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট গ্রামে এ ঘটনা ঘটে।

আইয়ুব আলী একই উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।

পুলিশ জানায়, উপজেলার চন্দনপাট গ্রামের ডেন্ডারকুড়ায় চৈত্র সংক্রান্তির মেলা বসে। মেলার অদূরে একদল জুয়াড়ি জুয়ার আসর বসায়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করে। পুলিশের হাতে থেকে নিজেকে বাঁচাতে আইয়ুব আলী দৌড় দেন। এক পর্যয়ে আইয়ুব আলী রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

কমলাবাড়ি ইউপি সদস্য আব্দুর রহমান বাংলানিউজকে জানান, পুলিশ এসেছে শুনে দৌড়ে পালাতে গিয়ে মাটিতে পড়ে মারা যান আইয়ুব আলী। তার মরদেহ ঘটনাস্থলেই পড়ে রয়েছে।

লালমনিরহাট গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে বলেন, পুলিশের তাড়া খেয়ে কারো মৃত্যুর খবর আমার জানা নেই। তবে চন্দনপাট ডেন্ডারকুড়ার মেলায় বসা জুয়ার আসর থেকে তিন জুয়াড়িকে আটক করা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে বলেন, ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালালে পালাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে বলে লোকমুখে শুনেছি। তবে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।