শনিবার (২৭ এপ্রিল) হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশ হেড কোয়ার্টার থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর কোন দুষ্কৃতকারী যাতে এ চেকপোস্ট ব্যবহার করে ভারত হয়ে বাংলাদেশে ঢুকতে না পারে সে লক্ষেই এ সতর্কতা।
ওসি আরও বলেন, বিদেশি পাসপোর্টধারীসহ বিদেশ ফেরত বাংলাদেশিদেরও নজরদারিতে আনতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা হিলিসহ দেশের সব কটি স্থলবন্দরে পৌঁছার পর এ বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়া সন্দেহভাজন ব্যক্তিদের তালিকাও বন্দরের ইমিগ্রেশনে ইতোমধ্যে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
জিপি