ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, এপ্রিল ২৭, ২০১৯
হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতা

দিনাজপুর: শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো দুষ্কৃতকারী যাতে এ সীমান্ত ব্যবহার করতে না পারে সেজন্য সীমান্ত সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশ হেড কোয়ার্টার থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর কোন দুষ্কৃতকারী যাতে এ চেকপোস্ট ব্যবহার করে ভারত হয়ে বাংলাদেশে ঢুকতে না পারে সে লক্ষেই এ সতর্কতা।

 

ওসি আরও বলেন, বিদেশি পাসপোর্টধারীসহ বিদেশ ফেরত বাংলাদেশিদেরও নজরদারিতে আনতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা হিলিসহ দেশের সব কটি স্থলবন্দরে পৌঁছার পর এ বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়া সন্দেহভাজন ব্যক্তিদের তালিকাও বন্দরের ইমিগ্রেশনে ইতোমধ্যে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।