শনিবার (২৭ এপ্রিল) বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে তেমন বের হচ্ছে না। আর যারা বের হচ্ছেন তারা প্রয়োজন সেরে দ্রুত ফিরছে নিজ নিজ ঘরে।
আনোয়ার নামে এক শ্রমিক বাংলানিউজকে বলেন, রোদের প্রচণ্ড তাপের কারণে কাজ করতে পারছি না।
গফুর উদ্দীন নামে এক রিকশাচালক বলেন, তীব্র গরমের কারণে বাজারে তেমন মানুষজন আসছে না। যে কয়েকজন যাত্রী পাওয়া যাচ্ছে তাদের মধ্যে অনেকেই ব্যাটারিচালিত ইজিবাইকে করে যাচ্ছেন।
আবহাওয়াবিদ রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বেলা ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
জিপি