ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, এপ্রিল ২৭, ২০১৯
তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন

পঞ্চগড়: সারাদেশের মতো সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে বৈশাখের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। সূর্যের প্রচণ্ড উত্তাপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া দিনমজুরসহ সাধারণ মানুষ। প্রখর রোদের তাপে অনেকেই ঘর থেকে বের হচ্ছে না।

শনিবার (২৭ এপ্রিল) বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে তেমন বের হচ্ছে না। আর যারা বের হচ্ছেন তারা প্রয়োজন সেরে দ্রুত ফিরছে নিজ নিজ ঘরে।

অন্যদিকে খেটে খাওয়া দিনমজুরদের কাজের ফাঁকে গাছের ছায়ায় আশ্রয় নিতেও দেখা গেছে।

আনোয়ার নামে এক শ্রমিক বাংলানিউজকে বলেন, রোদের প্রচণ্ড তাপের কারণে কাজ করতে পারছি না।  

গফুর উদ্দীন নামে এক রিকশাচালক বলেন, তীব্র গরমের কারণে বাজারে তেমন মানুষজন আসছে না। যে কয়েকজন যাত্রী পাওয়া যাচ্ছে তাদের মধ্যে অনেকেই ব্যাটারিচালিত ইজিবাইকে করে যাচ্ছেন।

আবহাওয়াবিদ রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বেলা ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।