শনিবার (২৭ এপ্রিল) দিনব্যাপী খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তথ্য অধিকার আইন অবহিতকরণ বিষয়ক এ কর্মশালায় ৫৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
প্রধান অতিথি শেখ হারুনুর রশীদ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। গণমাধ্যম ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলে। গণমাধ্যম ও সংবাদকর্মীদের ওপর মানুষের অবিচল আস্থা। এজন্য গণমাধ্যমকার্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। রাষ্ট্রের নিরাপত্তা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এমন সংবাদ প্রচার থেকে বিরত থাকতে হবে।
উদ্বোধনী বক্তব্যে বিচারপতি মমতাজ উদ্দিন বলেন, আমাদের সংবিধান সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। গণমাধ্যম ওয়াচডগ হিসেবে কাজ করে সরকারকে সঠিক পথে পরিচালিত করে। বর্তমান সরকারও সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও অধিকারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। তবে সংবিধান ও সরকার প্রদত্ত স্বাধীনতা ভোগ করতে গিয়ে সাংবাদিকদের দায়িত্বশীলতার জায়গাটা ভুলে গেলে চলবে না। তথ্যকে হত্যা না করার জন্য সব সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
দিনব্যাপী এ কর্মশালায় ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে সেশন পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাব ঢাকার সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সাংবাদিকতার নীতিমালা ও নৈতিকতার বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের সদস্য খায়রুজ্জামাল কামাল এবং তথ্য অধিকার আইন-২০১৯ এর উপর বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুপ আলী।
পরে জেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র দেন।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এমআরএম/আরবি/