শনিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে পৌর এলাকার বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী অভিযোগ করে বলেন, ঢাকা থেকে এসআই পরিবহনের একটি বাস কাউন্টারে এলে ট্রাক শ্রমিক আলী মুন্সী ও তার ছেলে গাড়ির স্টাফদের মারধর ও গাড়ি ভাঙচুর করে।
এতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ দুলু, শ্রমিক নেতা আলম ও জুয়েলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ট্রাক শ্রমিকরা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ৫-৭টি বাস ভাঙচুর করে। পরে বাস শ্রমিকরাও দু একটি ট্রাক ভাঙচুর করেছে। এ ঘটনার পর থেকে সিরাজগঞ্জ-ঢাকা রুটে যান চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে জেলা ট্রাক ও ট্যাংকলরি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নামদার আলী বাংলানিউজকে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন ট্রাক শ্রমিক আহত হয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এখনও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯/আডেট সময়: ১৬১৫ ঘণ্টা
জিপি