ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা বিক্রেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, এপ্রিল ২৭, ২০১৯
মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা বিক্রেতা নিহত

মৌলভীবাজার: মৌলভীবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুজিবুর রহমান জিতু (২৬) নামে এক চিহ্নিত ইয়াবা বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এক এসআইসহ তিন পুলিশ আহত হয়েছেন। এ সময় ইয়াবাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার-রাজনগর সড়কের রায়শ্রী নামক স্থানে জিতুকে আটকের জন্য পুলিশ অভিযানে গেলে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
নিহত মুজিবুর রহমান জিতু শহরের বেরিরচর এলাকার ফরকিছ মিয়ার ছেলে।

তিনি জেলার শীর্ষ ইয়াবা বিক্রেতা, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  

এ ঘটনায় আহতরা হলেন- গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মুবিন উল্লাহ (৪৫), কনস্টেবল কবির আহমদ (৪৪) ও কনস্টেবল সোহেল মিয়া (৪০)। তারা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  


মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত জিতু একজন চিহ্নিত ইয়াবা বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনা-বেচার খবর পেয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর উপজেলার রায়শ্রী এলাকায় অভিযান চালায়। এসময় জিতু ও তার সঙ্গীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।  আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জিতুর সঙ্গীরা পিছু হটে গেলে জিতুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।