মানববন্ধন, ছবি: শাকিল আহমেদ
ঢাকা: শ্রীলঙ্কায় বোমা হামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে বিশ্ব সন্ত্রাসবিরোধী সংগঠন (ডব্লিউএটিও)।
শনিবার (২৭ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় ২৫৩ জন প্রাণ হারায়।
এ হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মৃত্যু হয়। আমরা বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন পরিবারসহ সারাদেশের লোক শোকাহত। সন্ত্রাসী হামলা নতুন কিছু নয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ফ্রান্স, আমেরিকা সব দেশেই সন্ত্রাসীরা সক্রিয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম এ রহিম চৌধুরী রায়হান, প্রধান ইসমাইল হোসেন খান রাসেল, মিডিয়া বিষয়ক সম্পাদক বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এমএমআই/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।