শনিবার (২৭ এপ্রিল) সকালে জেলা শহরের বড় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। দীপক কুমার বাসাইল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
নিহতের ভাই প্রদীপ কুমার সরকার জানান, জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি পার্লারে কাজ করতেন দীপক কুমার। শুক্রবার (২৬ এপ্রিল) কাজ শেষে গভীর রাত হওয়ার কারণে ওই পার্লারেই রাত্রিযাপন করেন তার ভাই। সকালে পুকুরে গোসল করতে নামলে কিছুক্ষণ পর তার মরদেহ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হন্তান্তর করে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এসআরএস