ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, এপ্রিল ২৭, ২০১৯
সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গিয়ে তিনি এ সাক্ষাৎ করবেন। বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সাধারণত বিদেশ সফর থেকে ফিরে এসে রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী সম্প্রতি তিন দিনের ব্রুনেই সফর করেন।

এর আগে গত ২৬ মার্চ বঙ্গভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।