শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- দক্ষিণ পারুলিয়া গ্রামের তোতা মিয়ার মেয়ে শারমিন আক্তার নিশি (৪) ও একই গ্রামের এরশাদুল হকের মেয়ে তাহা (৩)।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে বলেন, দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে নিশি ও তাহা খেলছিলো। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯ আপডেট: ১৮৩৯ ঘণ্টা
এনটি