ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হাতীবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, এপ্রিল ২৭, ২০১৯
হাতীবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামে এ ‍দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- দক্ষিণ পারুলিয়া গ্রামের তোতা মিয়ার মেয়ে শারমিন আক্তার নিশি (৪) ও একই গ্রামের এরশাদুল হকের মেয়ে তাহা (৩)।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে বলেন, দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে নিশি ও তাহা খেলছিলো। এক পর্যায়ে তারা  পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯ আপডেট: ১৮৩৯ ঘণ্টা
এনটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।