ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পিয়াইন নদী থেকে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, এপ্রিল ২৭, ২০১৯
পিয়াইন নদী থেকে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার আকিকুর রহমান অনিক। ছবি: সংগৃহীত

সিলেট: একদিন পর সিলেটের জাফলং পিয়াইন নদীতে নিখোঁজ হওয়ার কলেজছাত্র আকিকুর রহমান অনিকের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। মৃত অনিক হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার ধলা মিয়ার ছেলে।

মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হিল্লোল রায়।

তিনি জানান, সকালে দমকল বাহিনীর ডুবুরি দল উদ্ধারে প্রাণান্তর চেষ্টা চালিয়ে ওই তরুণের মরদেহ উদ্ধার করে।

এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) বন্ধুদের সঙ্গে জাফলংয়ে বেড়াতে আসেন সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র অনিক। দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্ট এলাকায় পিয়াইন নদীর স্বচ্ছ জলে নামলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।