যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতির সঙ্গে মিশে আছে এই মেলা। তারই ধারাবাহিকতায় শত বছর ধরে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে ‘জামাইমেলা’।
এ মেলায় এলাকার সব জামাইরা আসে বলেই এ মেলার নামকরণ করা হয় জামাইমেলা। মেলায় থাকে ছোট-বড় প্রচুর স্টল, বিভিন্ন ধরনের খেলনা, কসমেটিকস, খাবারের দোকান। ঐতিহ্যবাহী এই মেলায় ব্যবসা করতে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন ব্যবসায়ীরা।
প্রতিবছর ১১, ১২ ও ১৩ বৈশাখ (সনাতন পঞ্জিকা অনুসারে) টাঙ্গাইলের সদর উপজেলার রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এ মেলার। তিনদিনে রসলপুরসহ আশপাশের অন্তত ৩০টি গ্রামের লাখো মানুষের সমাগম ঘটে এই মেলায়।
মোবারক হোসেন নামে এলাকার ষাটোর্ধ্ব এক ব্যক্তি বলেন, ‘জন্মের পর থেকেই আমি এ মেলা দেখে আসছি। এটি জামাইমেলা হিসেবে অনেক পরিচিত। শ্বশুররা এ মেলা উপলক্ষে জামাইদের টাকা দেন, আর জামাইয়া সেই টাকার সঙ্গে কিছু টাকা যোগ করে মেলা থেকে বিভিন্ন কিছু কিনেন। আমার মেয়ে জামাই রয়েছে, তাকেও দাওয়াত দেয়া হয়েছে। তিনিও এখানে এসেছেন।
মেলার আহ্বায়ক ফজলুল হক বাংলানিউজকে বলেন, আমাদের এ মেলায় ছোট বড় মিলিয়ে প্রায় ৩ শতাধিক দোকান বসেছে। এই মেলা টাঙ্গাইল জেলার মধ্য ঐতিহ্যবাহী মেলা। মেলা শুরু হওয়ার আগেই গ্রামের জামাই এবং বউয়েরা এলাকায় চলে আসেন। তারা বিভিন্নভাবে মেলা উপভোগ করে থাকেন।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
আরএ