ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, এপ্রিল ২৭, ২০১৯
গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাধবপুর গ্রামে মেছের আলী (৭৫) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (২৭ এপ্রিল) সকালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত মেছের আলী ওই গ্রামের বাসিন্দা।

পুলিশের ধারণা, শুক্রবার (২৬ এপ্রিল) দিনগত রাতের কোনো এক সময় সবার অজান্তে নিজ শয়ন কক্ষের  আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মেছের আলী। সকালে ঘুম থেকে উঠতে তার দেরি হওয়ায়, পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে নিজ শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

রাজশাহীর গোদাগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রুহুল আমিন বাংলানিউজকে জানান, মেছের আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রচণ্ড মাথা ব্যথার কারণে ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীনের মতো আচারণ করতেন। হতে পারে সেই কষ্ট সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, আত্মহত্যার খবর পেয়ে সকালেই মরদেহটি উদ্ধার করা হয়েছে। দুপুরের মধ্যেই ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।