ঢাকা: পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ১০৭৭.১১ কোটি (সুদাসলে ১২৮১.৪৫ কোটি) টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ৩১ জনের নামে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামি মোহাম্মদ সাইফুল আলমসহ মোট ৩১ জন আসামি কর্তৃক পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে ভুয়া কাগজপত্র সৃজন করে বিনিয়োগ প্রস্তাব (ঋণ প্রস্তাব) শাখা হতে প্রধান কার্যালয়ে প্রেরণ ও ঋণ অনুমোদন, একই প্রক্রিয়ায় যথাযথ যাচাই ছাড়া ও ঋণযোগ্যতা নিরূপণ না করে ঋণসীমা বৃদ্ধি এবং ঋণের নামে গৃহীত ১০৭৭.১১ কোটি (সুদাসলে ১২৮১.৪৫ কোটি) টাকা পরবর্তীতে মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান, এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির মাধ্যমে স্থানান্তর/রূপান্তর/হস্তান্তরপূর্বক আত্মসাৎ করে সম্পৃক্ত অপরাধ সংঘটনের দায়ে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/৪২০/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় আজ একটি মামলা অনুমোদন দেয় কমিশন।
এসএমএকে/এসআইএস
।