ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, এপ্রিল ২৭, ২০১৯
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর।

শনিবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের বিপরীতে কদমতলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।  

খবর পেয়ে সকাল ৮টার দিকে মহানগরীর বোয়ালিয়া ও গভর্মেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।

বর্তমানে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বাংলানিউজকে জানান, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে একটি মেইল ট্রেন ছেড়ে যায়।

ট্রেনটি কাদিরগঞ্জ কদমতলা রেলক্রসিংয়ে পৌঁছালে অজ্ঞাত পরিচয় এক নারী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে স্থানীয়রা ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেননি। স্থানীয়দের অনেকে তাকে এ এলাকায় প্রায় দেখতেন বলে জানিয়েছন।

বর্তমানে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইকবাল।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।