ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢামেকে গৃহবধূসহ এক কলেজ ছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৩, এপ্রিল ২৭, ২০১৯
ঢামেকে গৃহবধূসহ এক কলেজ ছাত্রের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর ডেমরায় লিপি বেগম (৩২) নামে এক  গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে ও খিলগাঁওয়ে রবিউল শেখ (১৭) নামে এক কলেজ ছাত্র বিষপান করে আত্মহত্যা করেছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দু’জনকেই অচেতন অবস্থায় তাদের পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে, দায়িত্বরত চিকিৎসক রাত ৯টার দিকে উভয়কে মৃত ঘোষণা করে।

লিপি ডেমরা কেল্লা বামোড় এলাকায় জাকির হাসান বাদলের স্ত্রী।

ওই এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

নিহতর স্বামী বাদল জানান, ৮ বছর আগে প্রেম করে লিপির সাথে তার বিয়ে হয়। তারা নিঃসন্তান। তবে একটা মেয়ে সন্তান ছিল, কিন্তু জন্মের পর পরই সে মারা যায়। গত দুই বছর ধরে তার স্ত্রী ফেসবুকে ইমোতে বিভিন্ন পুরুষের সাথে সবসময় কথা বলতেন, এরই জের ধরে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো।  

‘আজকে এই ইমোর বিষয় নিয়ে তাকে আমি বুঝালাম বুঝিয়ে বাইরে গেলাম মাগরিবের নামাজ আদায় শেষ করে বাসায় ফিরে এসে দেখি সে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন’, বললেন নিহতর স্বামী বাদল।

এদিকে খিলগাঁও সিপাহীবাগের একটি বাসায় নিহত রবিউল শেখ তার মা নিপা আক্তার সাথে থাকতো। তার বাবা গিয়াস উদ্দিন অনেক আগেই মারা গেছেন।

নিহতর মা নিপা জানান, তার দুই সন্তান রবিউল ছিল বড়। সে স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়াশোনা করত।  

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ বাসায় এসে রবিউল ওর ছোট বোনকে জড়িয়ে ধরে বলে, আমার কিছুই ভালো লাগছে না। এর কিছুক্ষণ পরেই আমার কাছে জানায়, যে মা আমি বিষ খেয়েছি আমাকে বাঁচাও; পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ’

কেন, কোথায় বিষ খেয়েছেন বিস্তারিত রবিউলের মা কিছুই জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের (এসআই) আব্দুল খান জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য  হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুটি ঘটনা সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এজেডএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।