এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে ফকিরপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আব্দুল করিম ফকিরপাড়ার মৃত তছলিম মুন্সির ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে স্থানীয় ফকিরপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন করিম মুন্সি। পরে মসজিদ ফান্ডের টাকার হিসাব নিয়ে মসজিদটির সভাপতি আনিছুর রহমানের সঙ্গে করিমসহ বেশ কয়েকজন মুসল্লির বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে মসজিদের সামনে আনিছুর ও তার পক্ষের লোকজন বৃদ্ধ করিম এবং তার ছেলে হামিদুলকে মারধোর করে। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই করিম মুন্সির মৃত্যু হয়।
এদিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। শুক্রবার রাতে সাঘাটা থানা ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
জেআইএম