শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা-আশাশুনি সড়কের কুল্যার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেক উপজেলার মহাজনপুর গ্রামের বাসিন্দা।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে বলেন, আব্দুল খালেক ক্ষেতে কাজ শেষে রাস্তায় উঠে বাড়ির পথে হাঁটছিলেন। এসময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ময়না-তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
জিপি