শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের গোলজারের মেয়ে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, মেয়েটির বাবার মানসিক সমস্যা রয়েছে। তিনি রূপগঞ্জের ফকির গার্মেন্টসে কাজ করতেন। চাচা-ই তাকে দেখাশোনা করতেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কর্মস্থল থেকে ফিরে ঘরে ঘুমুতে যান সায়মা। শুক্রবার সকালে তাকে ডাকাডাকি করলেও দরজা খুলেনি।
একপর্যায়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে সকালে ওই বাড়ি গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত সায়মার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই নিশ্চিত করে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এমএ/