ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পিয়াইন নদীতে কলেজছাত্র নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, এপ্রিল ২৬, ২০১৯
পিয়াইন নদীতে কলেজছাত্র নিখোঁজ

সিলেট: সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে পিয়াইন নদীর স্বচ্ছ জলে সাঁতার কাটতে গিয়ে আকিকুর রহমান অনিক (২০) নামে এমসি কলেজের এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তিনি ওই কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে জাফলং ভারত-বাংলাদেশের সীমানায় জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।  

আম্বরখানা বনশ্রী এলাকার বাসিন্দা আকিকুর রহমান হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার ধলা মিয়ার ছেলে।


 
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হিল্লোল রায় বাংলানিউজকে জানান, দুপুরে অনিকসহ সাত/আটজন বন্ধু জাফলং পর্যটনকেন্দ্রে বেড়াতে যান। সেখানে পিয়াইন নদীর স্বচ্ছ জলে গোসল করতে নেমে স্রোতের তোড়ে নদী গর্ভে নিখোঁজ রয়েছেন অনিক। তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।