শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে জাফলং ভারত-বাংলাদেশের সীমানায় জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
আম্বরখানা বনশ্রী এলাকার বাসিন্দা আকিকুর রহমান হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার ধলা মিয়ার ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হিল্লোল রায় বাংলানিউজকে জানান, দুপুরে অনিকসহ সাত/আটজন বন্ধু জাফলং পর্যটনকেন্দ্রে বেড়াতে যান। সেখানে পিয়াইন নদীর স্বচ্ছ জলে গোসল করতে নেমে স্রোতের তোড়ে নদী গর্ভে নিখোঁজ রয়েছেন অনিক। তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এনইউ/আরবি/