ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধর্মীয় উপাসনালয়ে হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, এপ্রিল ২৬, ২০১৯
ধর্মীয় উপাসনালয়ে হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

বরিশাল: শ্রীলঙ্কায় গির্জা ও নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের বরিশাল কার্যনির্বাহী পরিষদের আয়োজনে নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন সদর রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের বরিশাল কার্যনির্বাহী পরিষদের সভাপতি নিপু অধিকারীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- ফাদার ল্যাকা বালি গোমেজ, বাসদ নেত্রী ডা. মনিষা চক্রবর্তী, হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা অ্যালবার্ট রিপন বিশ্বাস ও বাবুল বিশ্বাস প্রমুখ।

মানববন্ধনে জঙ্গিবাদের নামে সকল হত্যাকাণ্ড বন্ধের দাবি জানানো হয়।  

পাশাপাশি বক্তারা বলেন, বিশ্বে প্রত্যেক ধর্মের মানুষই যার যার ধর্ম পালন করে সহাবস্থানে রয়েছেন। এ পরিবেশ বিনষ্টের জন্য আর্ন্তজাতিক উগ্রবাদীরা চক্রান্ত করে গির্জা ও মসজিদসহ ধর্মীয় উপসনালয়গুলোতে হামলা চালাচ্ছে। যাতে করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মাধ্যমে শান্তিপূর্ণ বিশ্ব অশান্ত হয়ে ওঠে। এতে করে সন্ত্রাসীরা লাভবান হবে।  

বক্তারা এসব হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘন্টা, এপ্রিল ২৬, ২০১৯
এমএস/এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।